কোটচাঁদপুর উপজেলায় জাতীয় সমবায় দিবস পালন

IMG-20251102-WA0004

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ

‘‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’’ এমন প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় সমবায় দিবস ২০২৫ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ১ নভেম্বর শনিবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালি শেষে কোটচাঁদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মজিবর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম। উপজেলা জুড়ে সমবায় সমিতি নিয়ে কাজ করেন তাদের সকল প্রতিনিধি ও গনমাধ্যম কর্মিসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বিভিন্ন ভূয়া এনজিও এবং ঋণ গ্রহনের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করা প্রতিষ্ঠান থেকে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন। সমবায় সমিতির মাধ্যমে সঞ্চয় জমা করে সেখান থেকে ঋণ বিতরণ ও গ্রহনের আহবান জানান। এছাড়াও সমবায় ভিত্তিক সমাজ গড়ার উপর গুরুত্বারোপ করেন।