লালমনিরহাট সীমান্তে বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ
প্রদীপ কুমার রায়, ক্রাইম রিপোর্টার লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পরিচালিত একাধিক অভিযানে মোট ২৪৫ বস্তা সার আটক করা হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ অভিযানটি পরিচালিত হয় শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুলাঘাট বিজিবি চেকপোস্টে। ওই সময় ভারতে পাচারের সময় ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
১৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ী লালমনিরহাট সীমান্ত হয়ে রাসায়নিক সার পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা কুলাঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই চালানটি আটক করে।
এর আগে ২৬ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর দুটি পৃথক অভিযানে ১৫৫ বস্তা ইউরিয়া সার, ৭৬ বস্তা ডিএপি সারসহ মোট ২৪৫ বস্তা সার জব্দ করা হয়। এসব সারসহ মোট বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।জব্দকৃত সারসমূহ পরবর্তীতে লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) সাংবাদিকদের বলেন, “লালমনিরহাট জেলার সীমান্ত দিয়ে রাসায়নিক সার পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কৃষক যেন ন্যায্যমূল্যে সার পেতে পারেন, সেদিকেও নজর রাখা হচ্ছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপন তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
