বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা ও সোলমবাড়িয়া বাসস্ট্যান্ডে বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি

IMG-20251101-WA0000

মোরেলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা ও ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ডে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৩১ অক্টোবর শুক্রবার বিকেল ৫ টায় এ কর্মসূচি প্রথমে সানকিভাঙ্গা খেয়াঘাট ও বাজারে পরে ছলোমবাড়িয়া বাসস্ট্যান্ডে বাগেরহাট – ৩ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষে গণসংযোগ লিফলেট বিতরণ করেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম সহ পৌর ও ইউনিয়নের বিএনপি’র নেতৃবৃন্দ,

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ রাষ্ট্রে পরিণত করতে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন, যেখানে রাষ্ট্রের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও বিচারব্যবস্থা পুনর্গঠনের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।

লিফলেট বিতরণের সময় বক্তারা বলেন “বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে তারেক রহমানের ৩১ দফাই হতে পারে নতুন দিগন্তের সূচনা।”