ঔষধ কমিশন না বাড়ালে দেশব্যাপী অচলাবস্থা, লালমনিরহাটে সোমবার সকাল-সন্ধ্যা ধর্মঘট

IMG_20251101_182639

প্রদীপ কুমার রায়, ক্রাইম রিপোর্টার লালমনিরহাটঃ

ঔষধ বিক্রয় কমিশন ১২% থেকে ২৫% বৃদ্ধির দাবিতে আগামী ৩ নভেম্বর ২০২৫ খ্রি. সোমবার সারা দেশের মতো লালমনিরহাট জেলাজুড়ে সকাল-সন্ধ্যা ফার্মেসী ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি, লালমনিরহাট জেলা শাখা।
এ উপলক্ষে ইতোমধ্যে জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তবে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। লিফলেট হাতে নেওয়া এক ক্রেতা বলেন,
“মানুষকে জিম্মি করে দাবি আদায় করা কতটা মানবিক— সেটি ভাবার বিষয়।”
এদিকে, সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে, লালমনিরহাট সদর হাসপাতালের সামনে একটি ফার্মেসী খোলা থাকবে, যেখানে থেকে জরুরি ওষুধ কেনা যাবে।