১৪৪ ধারা ভঙ্গ করে ঘর নির্মাণ করলেন আ’লীগ নেতার ছেলে, থানায় পুনরায় অভিযোগ।
আরমান হোসেন রাজু,জেলা প্রতিনিধি লালমনিরহাট:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কামাড়পাড়া বাজার এলাকায় আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে ঘর নির্মাণ করেছেন দলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার ছেলে কামরুল ইসলাম ও রেজাউল ইসলাম।
এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম পুনরায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
🧾 মামলার বিবরণ
মামলার তথ্য সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার কামাড়পাড়া বাজারস্থ দক্ষিণ দলগ্রাম মৌজায় ৪.৫ শতক জমি ২০১৭ সালে ২৫৯০ নং দলিল মূলে ক্রয় করেন রফিকুল ইসলাম।
তিনি ওই জমিতে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু সংলগ্ন জমির মালিক রেজাউল ও কামরুল ইসলাম ওই জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নিলে রফিকুল ইসলাম তাদের বিরুদ্ধে ৬ অক্টোবর ২০২৫ তারিখে আদালতে মামলা দায়ের করেন (পিটিশন নং- ৩৯৮/২৫, ধারা ১৪৪/১৪৫)।
বিজ্ঞ আদালত মামলার পরিপ্রেক্ষিতে উক্ত জমিতে উভয় পক্ষকে অনুপ্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।
তবে ১৭ অক্টোবর ২০২৫ তারিখে অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে প্রায় পৌনে এক শতক জমি দখল করে একটি পাকা দালান নির্মাণ করেন।
👥 ভুক্তভোগীর অভিযোগ
রফিকুল ইসলাম বলেন,
“আমি ৮ বছর আগে জমিটি কিনেছি এবং নিজ ভোগদখলে রেখেছি। কিন্তু হঠাৎ রেজাউল ও কামরুল আমার জমি দখল করে ঘর নির্মাণ শুরু করে। আমি বাধা দিলে তারা আমাকে ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। পরে আমি থানায় অভিযোগ করেছি।”
তিনি আরও জানান,
“পুলিশ ঘটনাস্থলে এসে ঘর নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে নির্মাণকাজ শেষ করেছে।”
📞 অভিযুক্তদের বক্তব্য
এ বিষয়ে রেজাউল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে কামরুল ইসলাম বলেন,
“আমি ভাড়াটিয়া হিসেবে ঘর নির্মাণ করছি। মামলার বিষয়ে কিছু জানি না। জমির মালিক রেজাউল বিষয়টি জানেন।”
👮 পুলিশের বক্তব্য
কালীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত এসআই মোঃ আহসান কবির বলেন,
“উক্ত জমিতে আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ করায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
