বগুড়ার শাজাহানপুরে ট্রাকের সঙ্গে সেনা পরিবহন গাড়ির সংঘর্ষে ৩ সেনা সদস্য গুরুতর আহত।
মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:
৩০ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার):
আজ আনুমানিক সকাল ৯টা ৪০ মিনিটে রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসের উদ্দেশ্যে ছেড়ে আসা সেনাবাহিনীর একটি ৩ টন ট্রাক বগুড়ার বীরগ্রাম এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় ট্রাকে অবস্থানরত ১৩ জন সেনা সদস্য আহত হন, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও আন্তরিক সহযোগিতায় আহত সেনা সদস্যদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহত একজন সৈনিককে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকা সেনানিবাসে আনা হয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত ও মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। আপনাদের তৎপরতা ও সহযোগিতার ফলেই আহত সেনা সদস্যদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
