ঠাকুরগাঁওয়ে টাঙ্গন তীরে চলছে মাছ ধরা ও গুঞ্জুর কুড়ানো উৎসব।

IMG-20251030-WA0016

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ধানাধীন টাঙ্গন ব্যারাজ এলাকায় এখন মানুষের ভিড় উপচে পড়ছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরাসরি দেখা গেছে, নদীর পাড় জুড়ে চলছে এক উৎসবমুখর পরিবেশ কেউ কুড়াচ্ছেন গুঞ্জুর(শামুক), কেউবা ধরছেন মাছ। প্রকৃত ভালোবাসায় নদীর মাঝে এই আনন্দে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে অংশ নিচ্ছেন। ​আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন জানান, প্রতি বছর অক্টোবর মাসের শেষ দিকে টাঙ্গন ব্যারাজের গেট (জল-কপাট) খুলে দেওয়া হয়। এর ফলে নদীর পানি নামতে শুরু করে, আর সেই সঙ্গে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায় মাছ ধরা ও শামুক সংগ্রহের সুযোগ। ​স্থানীয় সূত্রে জানা যায়, ব্যারাজের গেট খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ এখানে ছুটে আসছেন। ঠাকুরগাঁও ছাড়াও পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী জেলার মানুষ ভিড় জমাচ্ছেন নদীর পাড়ে। কেউ নদীতে নেমে মাছ ধরছেন, কেউ গুঞ্জুর কুড়াচ্ছেন, আবার অনেকে এসব প্রাকৃতিক সম্পদ কিনতে আসছেন। ​ফলে টাঙ্গন নদীর তীর এখন পরিণত হয়েছে এক বিশাল মিলনমেলায়। নদীর পাড়ে চলছে হাসি আনন্দে ভরা এক গ্রামীণ উৎসবের মতো দৃশ্য, যেখানে প্রকৃতি, জীবিকা আর আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে।

You may have missed