কালীগন্জে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম উজ্জ্বল মুসল্লি (৩০)। উজ্জল মুসল্লি উপজেলার বড় তালিয়ান গ্রামের মৃত সাহাৎ মুসল্লির ছেলে। অভিযোগটি করেছেন ওই শিক্ষার্থীর বাবা একই গ্রামের সুভাষ চন্দ্র বসু।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবর বিকালে ভিকটিম মেয়েটি প্রতিদিনের ন্যায় স্কুল ও প্রাইভেট শেষে নিজ বাড়ীতে ফেরার উদ্দেশ্যে কোলাবাজার থেকে ব্যাটারী চালিত ভ্যানে ওঠে। একই ভ্যানে ওঠে আসামী উজ্জল মুসল্লি। পথিমধ্যে পারখালকুলা গ্রামের শিব মন্দির সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছাইলে উজ্জল তার বুকসহ শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। সেসময় আমার মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামী উজ্জ্বল চলে যায়। যাওয়ার সময় ভিকটিমকে হুমকি দিয়ে বলে যে, এ বিষয়ে কাউকে কিছু বলাবলি করলে তার পরিবারের সদস্যদের খুন করে ফেলবো।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরের দিন ভিকটিমের বাবা থানায় উজ্জলকে আসামি করে মামলা দায়ের করেন। তবে, ঘটনাটি জানাজানি হওয়ায় আসামি আত্মগোপনে চলে গেছে। বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।
