দেলোয়ার ভূইয়া দুলালের উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও মিছিল
লুৎফুর রহমান হৃদয়, স্টাফ রিপোর্টার (নেত্রকোনা জেলা):
নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জেলা পরিষদ হলরুমে প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান, ‘আমরা জিয়া পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বিন শফিক সোহাগ এবং মেজর সিদ্দিক।
এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল কেন্দুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল যুবদলের নেতাকর্মীদের উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ এবং দেশপ্রেমের জোয়ার।
