মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ক্যান্টিন ও ছাত্র- কর্মচারী কল্যাণ ক্লাব এর উদ্বোধন
মো. ফিরোজ আহমেদ,
মোরেলগঞ্জ (বাগেরহাট):
বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত “ক্যান্টিন ও ছাত্র–কর্মচারী কল্যাণ ক্লাব” উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ও ক্যান্টিন কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. নেসার উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রভাষক গোবিন্দ মল্লিক, সহকারী অধ্যাপক ইমদাদুল হক ও অধ্যাপক আব্দুল ওদুদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, মো. শাজাহান হাওলাদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. বখতিয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান এইচএম শহিদুল আলম, বাংলা বিভাগের প্রভাষক প্রবীর কুমার নাথ, অধ্যাপক হায়দার আলীসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।
অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন তার বক্তব্যে বলেন,
“ক্যান্টিনে সর্বদা স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও রুচিসম্মত খাবার ন্যায্য মূল্যে পরিবেশন করা হবে। শিক্ষার্থী ও কর্মচারীরা এখানে একসঙ্গে সময় কাটাবে, আলোচনা করবে—যা মেধা বিকাশ ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলবে।”
তিনি আরও জানান, কলেজ কর্তৃপক্ষ নিয়মিতভাবে সাশ্রয়ী মূল্যে খাবার পরিবেশন এবং সপ্তাহে অথবা মাসে যে কোনদিন “ফ্রি খাওয়ার” আয়োজনের উদ্যোগ নেবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যক্ষের এ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন—এই ক্যান্টিন কলেজ ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে।
