ফ্যাসিস্ট আ’লীগের লগি-বৈঠা তাণ্ডবের ভয়াল স্মৃতি আজ,জাতি এই বর্বর-নৃশংস হত্যাকারীদের ক্ষমা করবে না।
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
আজ সেই ২৮ অক্টোবর, লগি-বৈঠা দিয়ে নিষ্ঠুর ভাবে মানুষ হত্যার ভয়াল স্মৃতিবহ দিন। ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী ২০০৬ সালের এই দিনে রাজনীতির নামে রাজধানীর রাজপথে নৃশংসভাবে মানুষ হত্যার উৎসবে মেতে ওঠে।
রাষ্ট্রক্ষমতা দখলের উন্মাদনায় তারা অস্থির হয়ে মুখে জয়বাংলা স্লোগান তুলে- দিনে-দুপুরে রাজধানীর রাজপথে প্রতিপক্ষ ভেবে হিংস্র হায়েনার মত ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্রীকামী নিরীহ জনতার ওপর। তাদের প্রত্যেকের হাতে ছিল লগি বা বৈঠা। মাথায় ছিল লালপট্টি বাঁধা। তারা ভয়ঙ্কর এক পৈশাচিক উল্লাসে মেতে উঠে লগি-বৈঠা দিয়ে পিটাতে পিটাতে রাজপথে শুইয়ে দেয় অন্তত ৭ জন তরতাজা যুবককে। যুবকরা ‘পানি পানি’ বলে চিৎকার করে উঠলে, আওয়ামী নরপিশাচরা তাদের মুখে ঢেলে দেয় প্রস্রাব। অতঃপর সাপ মারার মত মুহুর্মুহু পিটিয়ে নিঃসাড়-নিস্পন্দ করে দেয় ওই দেহ। যুবকদের ইলেকট্রনিক্স মিডিয়ার কল্যাণে সেদিন এ নিষ্ঠুর হত্যাকাণ্ডের দৃশ্য দেখে বিস্মিত, স্তম্ভিত, বিমূঢ় হয়ে যায় দেশ-বিদেশের বিবেকবান সব মানুষ। বিশ্বখ্যাত বার্তা সংস্থা রয়টার্সের নিউইয়র্ক সিটির টাইম স্কয়ারস্থ সদর দফতরের ওপরে স্থাপিত বিশাল টেলিভিশনের পর্দায় ‘ওয়ার্ল্ড নিউজ’ শিরোনামে নারকীয় ওই হত্যাকাণ্ডের দৃশ্য প্রদর্শন করা হয়।
তাছাড়া সারাদেশে এক সাথে একযোগে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটায়। সেইদিন আমি ও আমার উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপড় অতর্কিত হামলা চালিয়ে আমার কাসেম মামা সহ অসংখ্য নেতাকর্মীদের আহত করেছিল।
এই ঘটনা মনে হলে শরীরের লোম শিহরে উঠে, এখনো ভুলতে পারিনা।
