পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম কর্তৃক লালমনিরহাট সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন
📍 জেলা প্রতিনিধি লালমনিরহাট: আরমান হোসেন রাজু
লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় আজ ২৮ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে লালমনিরহাট সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয় সদর সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব এ. কে. এম. ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), লালমনিরহাট। পরিদর্শনকালে সার্কেল অফিসের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড-অফ-অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সার্কেল অফিসের বিভিন্ন কার্যক্রম, রেজিস্টার ও প্রশাসনিক নথিপত্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, সদর সার্কেল অফিসের কর্মকর্তা, কর্মচারী ও ফোর্সবৃন্দ।
