ধানের শীষ তার হাতেই তুলে দিবেন যার হাতে মানায়: উপদেষ্টা সৈয়দ আলমগীর
লুৎফুর রহমান হৃদয়, স্টাফ রিপোর্টার (নেত্রকোনা জেলা ):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা ও নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আলমগীর খসরু বলেছেন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীক আমাদের লিডার তার হাতেই তুলে দিবেন যার হাতে মানায়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কেন্দুয়া উপজেলা পাবলিক হল অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যেয় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন- দীর্ঘ ১৭ বছর পর বাংলার জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোট নিজেদের দেয়ার সুযোগ আসছে। দল থেকে এখনো কাউকে মনোনয়ন দেয়া হয়নি, ধানের শীষ যেই পাবে আমরা তার পক্ষেই কাজ করবো।
উপজেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঞা দুলাল, রোটারিয়ান এম নাজমুল হাসান, মেজর (অবসরপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিক, ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, এম জি মাসুম রাসেল।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন রোমেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আতাউল হক মিন্টু’র সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপি নেতা মজনু রহমান খন্দকার।
অনুষ্ঠানে যুবদল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলে মুখরিত হয়ে অংশগ্রহণ করেন।
