ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে এক সেনা সদস্য আটক
মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুর রহমান (৫৪) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার চিলারং ইউনিয়নের বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সেনা সদস্যকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। অভিযুক্ত সাইফুর রহমান চিলারং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রেলঘুন্টি এলাকার বালাপাড়া গ্রামের মৃত শনিবুল্লার ছেলে। তিনি ৩ সন্তানের জনক। শারীরিক নির্যাতনের শিকার সেই স্কুল ছাত্র স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। শিশুটি বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘৃণিত এ কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।শিশুটি জানায়, নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ছেলেটিকে ঘরে ঢুকিয়ে তার সাথে অনৈতিক কাজ করে অবসরপ্রাপ্ত সেই সেনা সদস্য। এমনকি এ ঘটনা কাউকে বললে শিশুটিকে ভয় ভীতি দেখিয়ে মেরে ফেলারও হুমকি দেন তিনি। এ বিষয়ে শিশুটির মা জানান, আমরা বাড়িতে কেউ ছিলাম না। এ সুযোগ নিয়ে আমার ছেলের সাথে এমন কাজ করেছেন। একজন সেনাবাহিনী হয়ে এমন ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। এ ঘটনার প্রত্যক্ষদর্শী সুমন ইসলাম জানান, শিশুটির বাড়ি থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পেয়ে সন্দেহ হলে ঘরের কাছে যায়। পরে সেখানে গিয়ে অনৈতিক অবস্থায় দুজনকে দেখতে পাই। এরপর তাদেরকে রুমেই আটকিয়ে দিই। সেনা কর্মকর্তা আমার কাছে হাত পা ধরে ভুল স্বীকার করে ক্ষমা চায়। তিনি পালানোর অনেক চেষ্টা করেন, এলাকাবাসীসহ আমরা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিই। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান বলেন, ঘটনা শুনে অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
