আজ সাংবাদিকদের নিয়েএক আলোচনা সভা অনুষ্ঠিতকরেন, সংবাদিক নেত্রীনাহিদা আক্তার লাকী,

IMG-20251029-WA0012



মো:আব্দুর রহমান,খুলনা প্রতিনিধিঃ

সাংবাদিক ও মানোবাধিকার
নেত্রী, নাহিদা আক্তার লাকী,
, সাংবাদিকদের নিয়ে,
এক আলোচনা সভা ,
অনুষ্ঠিত করেন ,আজ খুলনা নিউ মার্কেট গ্রান্ড দরবারে (২৮-১০-২৫) সকাল ১২.০০ টাই।

এখানে

উপস্থিত ছিলেন মিডিয়া প্রধান,

সাংবাদিক ও মানোবাধিকার
নেত্রী, নাহিদা আক্তার লাকী,
দৈনিক লোকালয়ের, পত্রিকার,মো:-হানিফ,স্টাফ রিপোর্টার
মোঃ বাবুল, হাসান, দৈনিক
স্বাধীন ভাষা পত্রিকার প্রতিনিধি ,নয়ন রায়,
দৈনিক মেইল২৪.কম এর জেলা প্রতিনিধি মো:বোরহান কবীর। দৈনিক স্বাধীন ভাষা পত্রিকার, প্রতিনিধি,
মো:সামিউল আলীম ফাহিম, দৈনিক আমার বার্তা স্টাফ রিপোর্টার,তৃতীয় মাত্রা স্টাফ রিপোর্টার। এবং দৈনিক লোকালয় , প্রতিনিধি। বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা – মো:আব্দুর রহমান।

এখানে আলোচনায় মুল বক্তব্য
রাখেন নাহিদা আক্তার লাকী
তিনি বলেন,
সংবাদিক ও মানোবাধিকার
কর্মিদের মূল্যয়ন যেনো হয়, তারা নির্যাতনের শিকার যেন না হয় ,সত পথে সত্যের পথে থেকে সবাই যেন কাজ করে
অসহায় মানুষের পাশে যেনো
সকলে দারাই, সংবাদিক ও
মানবাধিকারের নামে যেন
আর কোন দুর্নাম বদনাম নাহয়,
সুষ্ঠু ও সুন্দর ভাবে ব্যাপক প্রসার ঘটাতে মিটিংয়ে সমস্ত বিষয় আলোচনা করা হয় এবং সেই সাথে সত্য ঘটনা তুলে ধরতে এবং নিউজ প্রকাশ করতে বদ্ধ পরিকর।