মদনে কেক কাটার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
মোঃ রাসেল আহমেদ
মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপি’র দলীয় কার্যালয়ে কেক কেটে এ দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল। সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের সভাপতি শফিউল ইসলাম শফিক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চানগাঁও ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ–সভাপতি সাইদুর রহমান সম্রাট ও শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন সেকুল, পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠু, যুবদল নেতা পরাগ, সেকুল, মোশাররফ, মানিক, রবিউলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুবদলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল বলেন—
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অগ্রগতি সম্ভব।”
কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
