মোড়েলগঞ্জের যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা রেলি অনুষ্ঠিত

IMG-20251028-WA0036

মোঃ ফিরোজ আহমেদ,
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।

২৭ অক্টোবর সোমবার সকালে জাতীয় সংগীত বাজিয়ে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল ১০ টায় উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য রেলি পুরাতন থানার সংলগ্ন উপজেলা পরিষদের মাঠ থেকে শুরু হয় মোড়েলগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদের মাঠে সমাবেশ মিলন মেলায় রূপান্তরিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হাজারো নেতাকর্মী অংশগ্রহণের মধ্য দিয়ে রেলিটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

রেলিতে নেতৃত্ব দেন মোড়েলগঞ্জ যুবদলের সদস্য সচিব বি এম রেজাউল করিম সোহাগ তার সাথে ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব এইচএম শহিদুল ইসলাম মিঠু সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা বিএনপি নেতা জনাব মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক মোড়েলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন প্রমুখ।

সভায় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। জাতীয়তাবাদী দল বিএনপির তারই অঙ্গ সংগঠন যুবদলের আদর্শে উদ্বুদ্ধ হয় দেশ গড়ার সংগ্রামে আত্মনিয়োগ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
দেশের তরুণদের সুসংগঠিত করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।