বগুড়ায় ওষুধের দোকানে ঢুকে সাবেক ছাত্রদল নেতার ওপর হামলা করে দুর্বৃত্তরা
মোঃ হোসেন আলী,
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ায় ছাত্রদলের সাবেক নেতা শামছুজ্জোহা পাভেল (৩০)-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে আসা একদল যুবক রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে।
স্থানীয় সূত্রে জানা যায়,পাভেল সেউজগাড়ী কারমাইকেল রোড এলাকার আব্দুর রশিদ বেলালের ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক নেতা। হামলার সময় তিনি পালপাড়ার পূজামণ্ডপ সংলগ্ন ‘সিমন ফার্মেসি’-তে বসে ছিলেন। এসময় ৫–৭টি মোটরসাইকেলে করে আসা সশস্ত্র যুবকরা দোকানে ঢুকে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
হামলায় গুরুতর আহত পাভেলকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা ফার্মেসিতেও ভাঙচুর চালায়।
পাভেলের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
