লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

IMG-20251027-WA0020

আরমান হোসেন রাজু,জেলা প্রতিনিধি লালমনিরহাট:


লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

জানা যায়, লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে হাতীবান্ধা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হাতীবান্ধা থানাধীন গেন্দুকুড়ি মৌজায়, মোঃ বাবলু ইসলাম (৪১)-এর বসতবাড়ির আঙিনার পাশে হাঁসের খোয়াড়ের ভেতর থেকে মোঃ শাহাবুল ইসলাম (৩৮)-কে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।