রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে প‌ড়ে যুক‌কের মৃত‌্যু

IMG-20251028-WA0000

নিজস্ব প্রতি‌বেদক :

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

রোববার দুপুর ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো রে‌লের ৪৩৩ নং পিলারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবুল কালাম না‌মের ওই ব্যক্তি। এ সময় চলন্ত মেট্রোরেল পিলারের ওপর থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে তার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সচিবালয়সহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের বের করে দেওয়া হয়েছে। স্টেশনের গেটগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

দুপুরে দেড়টার দিকে সচিবালয় মেট্রো স্টেশনে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, প্রায় আধা ঘণ্টা আগে থেকে মেট্রো ট্রেন বন্ধ রয়েছে। কখন পুনরায় চালু হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

হঠাৎ এমন পরিস্থিতিতে অনেক যাত্রী এসে ফিরে যাচ্ছেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন।