গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

IMG-20251027-WA0025

মোঃ জানে আলম রনি,(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফারুক মিয়া (৬০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই গ্রামের এনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক মিয়া ছিলেন প্রান্তিক কৃষক। রোববার সকালে তিনি জমিতে কাজ করতে যান। ধারণা করা হচ্ছে, তিনি কীটনাশক ব্যবহার করেছিলেন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, বিষপান করে আবার গলায় ফাঁস দেওয়া অসম্ভব। এতে মৃত্যুকে ঘিরে রহস্য দেখা দিয়েছে। নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আহম্মেদ বলেন, ‘ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’