আদিতমারীতে দোকানের পাওনা চাইতে গিয়ে উল্টো মামলার ফাঁদে দোকানি!
প্রদীপ কুমার রায়, ক্রাইম রিপোর্টার, লালমনিরহাটঃ
দোকানে পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আদিতমারী উপজেলায়।
উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বামনের বাসা এলাকার মুদি দোকানি কৃষ্ণ চন্দ্র রায়ের দোকান থেকে নিয়মিত পাইকারি মালামাল ক্রয় করতেন কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ফকিরহাট এলাকার মুদি ব্যবসায়ী আঃ রাজ্জাক।
দীর্ঘদিন ধরে মালামাল বাকিতে নিলেও প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকা পরিশোধ না করায় কৃষ্ণ চন্দ্র রায় বারবার তাগাদা দেন। নানা অজুহাতে সময়ক্ষেপণ করায় একাধিকবার সালিসি বৈঠক হলেও আঃ রাজ্জাক টাকা পরিশোধ না করে গা-ঢাকা দেন।
গত ২৯ সেপ্টেম্বর (২০২৫) আঃ রাজ্জাক বামনের বাসা এলাকায় আসলে কৃষ্ণ চন্দ্র রায় দোকানের পাওনা টাকাচান। এতে ক্ষিপ্ত হয়ে রাজ্জাক তার সঙ্গে দুর্ব্যবহার করেন। স্থানীয় ব্যবসায়ী ও জনতা এগিয়ে এলে তিনি দ্রুত পালিয়ে যান, রেখে যান নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি।
বিষয়টি বাজারের ব্যবসায়ীরা সমাধানের চেষ্টা করলেও রাজ্জাক হাজির না হওয়ায় তার মোটরসাইকেলটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ উমর চিশতীর জিম্মায় দেওয়া হয়।
এরপর পাওনা টাকা আত্মসাৎ করতে আঃ রাজ্জাক উল্টো কৃষ্ণ চন্দ্র রায়ের নামে লালমনিরহাট আদালতে একটি মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন—
“আঃ রাজ্জাক আদালতে মামলা দায়ের করেছেন এবং কৃষ্ণ চন্দ্র রায় থানায় অভিযোগ দিয়েছেন। উভয় পক্ষের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
