ক্রেস্ট প্রদান, শুভেচ্ছা ও অভিনন্দন।
মোঃ আবু সাইদ শওকত আলী,খুলনা বিভাগীয় প্রধানঃ
চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন । সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ।
এ উপলক্ষে আজ দুপুরে চুড়ামনকাটি প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে ওয়াহিদুজ্জামান মিলনকে ক্রেস্ট প্রদান করা হয় ।
এছাড়া সাবেক সম্পাদক বিল্লাল হোসেনকে জাতীয় পত্রিকায় যোগদান ও সুনামের সাথে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সাংবাদিকতার জন্য ফুলের শুভেচ্ছা দেওয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক হেদায়েত উল্লাহ খান, সহ সভাপতি আলমগীর কবির, সম্পাদক মিজানুর রহমান, সাবেক সম্পাদক বিল্লাল হোসেন , সাংগঠনিক সম্পাদক ইমদাদ হোসেন, কোষাধ্যক্ষ মহব্বত আলী, সিনিয়র সদস্য আব্দুস সাত্তার কিনে, তৌহিদুজ্জামান ফিট্টু, আলী রেজা রাজু, মাহমুদুল হাসান মামুন প্রমূখ।
