নেত্রকোনার মদনে হাওরের সংকট মোকাবেলায় বারসিকের কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

IMG-20251026-WA0016

মোঃ রাসেল আহমেদ,মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনে হাওরের সংকট মোকাবেলায় বারসিকের কৌশল নিয়ে দু’দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক)-এর আয়োজনে এবং দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় কর্মশালাটি গোবিন্দশ্রী শান্তিপাড়া কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন তলার হাওর কৃষক সংগঠনের সভাপতি কৃষানি মিনারা আক্তার। প্রধান অতিথি ছিলেন মদন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য ভিক্ষু মিয়া, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ অহিদুর রহমানসহ গোবিন্দশ্রী ও মদন ইউনিয়নের বারঘরিয়া, উচাহাটি, মাঝিপাড়া, পশ্চিমপাড়া, শান্তিপাড়া, উচিতপুর, আরগিলা, দক্ষিণমদন ও কুলিয়াটি গ্রামের ২৫ জন কৃষক, কৃষানি, যুবক ও কিশোরী।

কর্মশালায় অংশগ্রহণকারীরা হাওর অঞ্চলের বিপর্যয় ও অভিযোজন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
তারা যে সমস্যাগুলো তুলে ধরেন—
আগাম বন্যা, ফসল রক্ষা বাঁধ ভেঙে ক্ষতি, স্থানীয় বীজের ঘাটতি, বর্ষায় সবজির বাজার নির্ভরতা, অনিয়মিত বৃষ্টি, শ্রমিক সংকট, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, মাটির উর্বরতা কমে যাওয়া, মাছ কমে যাওয়া, বাড়ির জমি ক্ষয়, আয়রনযুক্ত পানি, চারণভূমির অভাব, ঘন কুয়াশা ও তাপদাহে ফসলের ক্ষতি ইত্যাদি।

এসব সমস্যা মোকাবেলায় কৃষকেরা প্রাচীন ও লোকায়ত কৌশলও উপস্থাপন করেন।
যেমন—

  • ডোবা ও খালে পানি সংরক্ষণ করে সেচ
  • বস্তা, টাওয়ার ও ঝুলন্ত পদ্ধতিতে সবজি চাষ
  • হিজল-করচসহ স্থানীয় বৃক্ষরোপণ করে বসতভিটা রক্ষা
  • কম্পোস্ট ও গোবর সার ব্যবহার
  • জৈব বালাইনাশক প্রস্তুত ও প্রয়োগ
  • নিজস্ব বীজ সংরক্ষণ
  • দুর্যোগের আগেই খাদ্য ও খড় সংরক্ষণ
  • স্থানান্তর চুলা ব্যবহার
  • বীজতলা স্থানান্তর পদ্ধতি ইত্যাদি

কর্মসূচির শেষে কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।