অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরনজরুল পাঠ চক্র নিয়ে সাহিত্য প্রতিষ্ঠান নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

IMG-20251026-WA0010

মোঃ আবু সাইদ শওকত আলী,খুলনা বিভাগীয় প্রধানঃ


নজরুল চর্চা ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের নজরুল পাঠ চক্র নিয়ে যশোরের সাহিত্য প্রতিষ্ঠান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ২৪ অক্টোবর বিকেলে যশোর ইন্সটিটিউটের বি সরকার মেমোরিয়াল হলের দ্বিতীয় প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বলেন নজরুল চেতনার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের নজরুল পাঠ চক্র আয়োজনের উদ্যোগ সময় উপযোগি একটি সিদ্ধান্ত । কবি কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা লেখায় বৃটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসররা কেঁপে উঠেছিল। আতংকে কেঁপে উঠেছিল বৃটিশরাজের তখতে-তাউস। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মিশে একাকার হয়ে গেছে তার ক্ষুরধার লেখনীতে। কাজী নজরুল ইসলাম ঠ সকল অনাচারের বিরুদ্ধে সব সময়ই বিরাজমান। নজরুল চেতনাকে দেশ জাতি তথা বিশ্বময় ছড়িয়ে দিতে “অগ্নিবীণা” কাজ শুরু করেছে। নজরুল চেতনাকে আরো ছড়িয়ে দিতে বেশি বেশি নজরুল চর্চা করতে হবে। আর সে জন্য নজরুলের সব ধরণে রচনা অগ্নিবীণা পাঠ চক্রের বইয়ের ভান্ডারে থাকতে হবে। বিশেষ করে নজরুলের শিশু কাল, কৈশোর, বিদ্রোহি জীবন, রাজনৈতিক জীবন, নজরুলের ব্যক্তি জীবন, গান নাটকসহ সব ধরনের বই যেমন রাখতে হবে, পাশাপাশি অন্য সর কবি ও লেখকের বই সংযুক্ত করা যেতে পারে পাঠ চক্রের ঝুলিতে । তাহলে যশোর সাহিত্য ও সংস্কৃতিক প্রেমি মানুষ নজরুল পড়ে সমৃদ্ধ হতে পারবেন।
মতবিনিময় সভায় অগ্নিবীণা যশোরের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও গবেষক অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন, অগ্নিবীণার উপদেষ্টা যশোর শিক্ষাবোর্ডের সাবেক উপ সচিব আব্দুল খালেক, আইইবি যশোর কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, অগ্নিবীণা সাহিত্য বিভাগের আহবায়ক কবি ও গবেষক পদ্মনাভ অধিকারী, সদস্যসচিব প্রফেসর শেখ মাফিজুল ইসলাম, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, পথিক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সোহেল, মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, বৃষ্টি বন্ধন শার্শার সাধারণ সম্পাদক কবি বকুল হক, বিশিষ্ট কবি অ্যাডভোকেট জিএম মুছা, দ্যোতনা সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক উপন্যাসিক এমএনএস তুর্কী, বিদ্রোহি সাহিত্য পরিষদের নেতা কবি কাজী রকিবুল ইসলাম প্রমুখ। অগ্নিবীণার নজরুল পাঠ চক্র নিয়ে ভাবনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন অগ্নিবীণার অর্থ সম্পাদক নূরে জাকিয়া সুলতানা মিম। এর আগে অগ্নিবীণার মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সাহিত্য বিভাগের আহবায়ক কবি পদ্মনাভ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সভাপতি ডক্টর প্রফেসর মুস্তাফিজুর রহমান। কবিতা পাঠ করেন ডক্টর শাহনাজ পারভীন, শেখ মাফিজুল ইসলাম, জিএম মুছা, কবি বকুল হক, আমিনুল ইসলাম লাভলু, রবিউল ইসলাম, রোমেল আহমেদ, কুতুব উদ্দিন বিশ্বাস, শেখ শাহরিয়াল সোহেল, এমএনএস তুর্কী, মোহাম্মদ মনিরুল ইসলাম, শরীফ হোসেন বেলাল, শরীফ হোসেন দীমান প্রমুখ।