কেন্দুয়ায় সাফল্য রেখেছে প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট

IMG-20251026-WA0015

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়ায় সাফল্য ধরে রেখেছে “প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট (বিএম কলেজ)”। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় অত্র কলেজের ৭০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩টি (A+) সহ ৫৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হয় যা শতকরা পাসের হার ৮০ভাগ।

প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট বিএম (কলেজ) এর অধ্যক্ষ মুছলিহা মাহবুবু বলেন- সারা বিশ্ব আজ প্রযুক্তি নির্ভর। তাই কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে কোন মানুষ বেকার থাকে না। সেই বিবেচনায় ২০১১ সালে এই কারিগরি কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে পাঠদান করে আসছে। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কতৃক স্বীকৃতিপ্রাপ্ত অত্র কারিগরি কলেজে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমে ৫০জন এবং ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস শাখায় ৫০ জন সহ মোট ১’শজন শিক্ষার্থীর আসনসংখ্যা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়- ২৬ অক্টোবর রবিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারের পাশে কেন্দুয়া নেত্রকোনা ডিসি রাস্তার সংলগ্ন প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের চারদিক দেয়ালে ঘেরাও, হলরুমগুলো সুন্দর পরিচ্ছন্ন, অফিস কক্ষে কম্পিউটার ব্যবহার, সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে হাতে কলমে শিখনিয় ব্যবস্হা সহ বিভিন্ন শিক্ষক ধারা পাঠদান চলমান, ভালো শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়।