মোরেলগঞ্জের বহরবুনিয়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন কাজী খায়রুজ্জামান শিপন
মোঃ ফিরোজ আহমেদ,মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া কেপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৫ অক্টোবর শনিবার সকাল ১১ টার সময় কেপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রী পরিমল হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট – ৩ কচুয়া- মোড়েলগঞ্জ – শরণখোলা গণমানুষের নেতা কাজী খায়রুজ্জামান শিপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফকির রাসেল আল ইসলাম, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ নাজমুল নাসিম। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর দীপু, ওয়ার্ড সভাপতি জামাল মাস্টার, ওয়ার্ড সেক্রেটারি মোঃ বাচচু খান, প্রাক্তন ইউপি সদস্য মোঃ হারুন আর রশিদ , বিএনপি নেতা মোঃ নাসির ফকির, মোঃ ইকবাল হোসেন পান্না, মোঃ বাহাদুর হাওলাদারসহ বহরবুনিয়া ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ, সাংবাদিক সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
কাজী খায়রুজ্জামান শিপন হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন ধর্ম যার যার এদেশ আমাদের সকলের। জাতীয়তাবাদী দল একটি অসাম্প্রদায়িক দল। আপনারা নির্ভয়ে আপনাদের এলাকায় বসবাস করবেন। আপনাদের জমা জমি, বাড়ি ঘর, ঘের আপনারা ভোগ দখল করবেন। যেকোনো ধরনের হুমকি ধামকি চাঁদাবাজি, জবরদখল, ঘের দখল করলে গোপনে আমাকে জানাবেন। তিনি আরো বলেন আমার দলের লোক, নেতাকর্মী, আপনজন এমনকি আত্মীয় স্বজন এই ধরনের কাজের সম্পৃক্ত থাকলে গোপনে আমাকে জানাবেন আমি কঠোর হস্ত দমন করবো মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করে। এ দেশ আমার আপনার আমাদের সকলের। আমরা সকলের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একত্রে বসবাস করবো।
