লালমনিরহাট জেলা আদিতমারীতে ব্যাটারি চালিত অটোরিশকা উল্টে খাদে পড়ে ২ জন নিহত।

IMG-20251025-WA0033

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী, রংপুর বিভাগীয় চীপঃ

লালমনিরহাটের আদিতমারীতে ব্যাটারী চালিত অটো রিক্সা,
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে মহিষখোচা বাজার থেকে আদিতমারী যাওয়ার পথে মহিষখোচা ইউনিয়নের আনছার খাঁ পুকুরপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রহ্মত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) এবং মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী অটোরিশকাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে অটোর চালক ও যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রংপুর যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে।”

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
তাদের দাবি রাস্তার কাজে ঠিকাদার দের কাজের অনিয়ম আছে যাঁর কারণে রাস্তার বিভিন্ন জায়গায় খাদ ও উঁচু নিচু আছে, সরক মেরামতের সকল ঠিকাদারি কাজ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করুক।