বগুড়ার গাবতলীতে কাগজের তৈরি তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার

IMG_20251025_101541

মোঃ হোসেন আলী,বগুড়া জেলা প্রতিনিধি:

২৪/১০/২০২৫ তারিখ দিবাগত রাত্রি ১২.৪৫ ঘটিকায় গাবতলী থানার সাব ইন্সপেক্টর রিপন চন্দ্র বর্মন, আসিফ ইকবাল, মিথুন সরকার এএসআই শামীম, আমজাদ সঙ্গীয় ফোর্সসহ গাবতলী মডেল থানাধীন দুর্গাহাটা ইউনিয়নের অন্তর্গত লাল খাপড়া গ্রামের জনৈক ফজলুল মিয়ার পুত্র মোঃ সোহান মিয়া(২৭)এর শয়ন ঘর হইতে সোহান মিয়াসহ একই গ্রামের সালেক মিয়ার পুত্র শাকিল(৩৫)আব্দুস সামাদ মিয়ার পুত্র মজনু মিয়া(৩০),রহিস উদ্দিনের পুত্র মিজানুর রহমান(২৬) ও পার্শ্ববর্তী সাবাসপুর কালুডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের পুত্র রনি ইসলাম(২২), পার্শ্ববতী অপর সাতটিকরী গ্রামের রহমান মোল্লার ছেলে রাকিব(২২) এবং পার্শ্ববর্তী চকবড়া গ্রামের আসাদুজ্জামান এর পুত্র জাহাঙ্গীর আলম(২৮) তাদের নিজ নিজ ব্যবহৃত পুরাতন মোবাইল ফোনের মাধ্যমে একে অপরকে ডেকে ঘটনাস্থল সোহান মিয়ার শয়ন ঘরে একত্রিত হয়ে রাত্রিবেলায় কাগজের তৈরি তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জুয়া খেলার বোর্ড হইতে বিভিন্ন নোটের নগদ ১৯,১০০/= টাকা, জুয়া খেলায় কাগজের তৈরি ব্যবহৃত তাস,জুয়া খেলার বোর্ড হিসেবে ব্যবহৃত প্লাস্টিকের বস্তা,জুয়া খেলায় একত্রিত হওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ফোন পাইয়া নিয়ম অনুসারে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনের মামলা প্রক্রিয়াধীন।