কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড (জুড়াইল) বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর শনিবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠক অনুষ্ঠান ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদ্রিছ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্র নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দুয়া- আটপাড়া আসনের গন মানুষের নেতা আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সহসভাপতি এনামুল হক জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ,ছাত্র বিষয়ক সম্পাদক মামুন প্রমুখ।
প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন- ধর্মের কোন ভেদাভেদ নেই, হিন্দু মুসলিম ভাইভাই, আমাদের কোন হিংসা বিদ্বেষ হানাহানি রাগ সব ভুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
সঞ্চালনায় ছিলেন- ৯নং নওপাড়া ইউনিয়ন সাবেক ছাত্রনেতা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দুয়া উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি, উপজেলা বিএনপির তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য কাঞ্চন মিয়া, আলী আকবর তালুকদার মল্লিক, রিপন মল্লিক, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, উপজেলা সমবায় দলের আহবায়ক আলামিন মিয়া, পৌর মহিলা দলের সভাপতি উর্মী আক্তার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দয়াল হোসেন, সদস্য সেলিম আহমেদ মেম্বার, সালেক মেম্বার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, সদস্য সচিব হারিফ উদ্দিন হানিফ মেম্বার, সেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন রিপন, রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি তুষার, আনোয়ারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
