লালমনিরহাটে উপজেলা দিবস উদযাপিত, জাতীয় পার্টির নেতা আলমগীর চৌধুরী মূল আলোচক

IMG-20251024-WA0028


প্রদীপ কুমার রায়,ক্রাইম রিপোর্টার, লালমনিরহাটঃ


লালমনিরহাটে প্রতিবারের মতো উপজেলা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয় (আলোরুপা মোড়ে) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি এ্যাড. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রতন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি আলমগীর চৌধুরী।
চৌধুরী বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন এবং জনকল্যাণমূলক নানা পদক্ষেপ গ্রহণ করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার চাকরির প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় জনগণ পরিবর্তন চায়।
অনুষ্ঠানে জেলা পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে আছেন সহ-সভাপতি আব্দুস সালাম মঞ্জু, জেলা মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক তাহমিনা আক্তার শিউলি এবং অন্যান্য উপজেলা সভাপতি ও সম্পাদকরা।