বগুড়ার নারুলীতে ছুরিকাঘাতে আহত ৩ ! ও অগ্নিসংযোগ
মোঃ হোসেন আলী,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় দুই মহল্লার দ্বন্দ্বে তিনজনকে ছুরিকাঘাতে আহত হয়েছেন। এসময় বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের চেলোপাড়ার পশ্চিম নারুলী পাড়ায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মান্তা পট্টির মিরাজের ছেলে মোঃ রবিন (২৫), মোঃ পিচ্চি মিয়া (২২) এবং পশ্চিম নারুলীর মৃত জাবুল প্রামানিকের ছেলে মোঃ আশরাফ (২৮)।
স্থানীয়রা জানান, উত্তর চেলোপাড়ার মান্তা পট্টি এলাকার এক ছেলে গতকাল পশ্চিম নারুলীর একটি দোকানে এসে খারাপ আচরণ করে। ওই সময় দোকানদার তাকে চড় মারে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুপুরে মান্তা পট্টির কয়েকজন ছেলে এসে হামলা করতে গেলে রবিন ছুরিকাঘাতে আহত হন।
পরে তার ভাই পিচ্চি মিয়া ৬-৭ মোটরসাইকেলে সশস্ত্র হয়ে পশ্চিম নারুলীতে আসে। এ সময় মারামারিতে উভয় মহল্লার পিচ্চি মিয়া ও আশরাফুল ছুরিকাহত হন। এরপর মান্তা পট্টির ছেলেরা বাড়িঘর ও দোকানে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় তাদের স্বজনরা।
অগ্নিসংযোগের পাশাপাশি বাড়িতে লুটপাট ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ জানান স্থানীয়রা। তাদের আরও অভিযোগ, ঘটনার দীর্ঘ সময় পার হওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে এখানে এসে দেখি বাড়িঘরে আগুন জ্বলছে। পাশের একটি খালে পাইপ লাগিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। আগুন নেভানোর পর দেখতে পাই, ৪ টি বাড়ির ২০ কক্ষ ভস্ম হয়ে গেছে। এ ছাড়া একটি পিকআপ ও একটি কার ভাঙচুর করা হয়েছে।
সিনিয়র স্টেশন অফিসার আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। দুই মহল্লার মধ্যে কোনো দ্বন্দ্ব নিয়ে এই ঘটনা বলে জানা গেছে। এখানে ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী জানতে পারি, আগুন লাগার পাশাপাশি গৃহস্থালি কিছু জিনিস, ছাগল লুট করেছে।
সদর থানার ওসি হাসান বাসির জানান, বেলা সাড়ে তিনটার দিকে মান্তা পট্টির কিছু ছেলে এসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। তারা এখানে ৫-৭ মিনিট অবস্থান করে। তাদের সাথে দেশীয় অস্ত্র ছিল। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এখানে এখন পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ওসি বলেন, আমরা ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নিব অবশ্যই। আর কেউ যদি থানায় অভিযোগ দেয় সেইটার ব্যবস্থা নেয়া হবে।
