ফতেপুরে শিশুদের কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩
মোঃ রাসেল আহমেদ,মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে শিশুদের মধ্যে তুচ্ছ কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের হবু মিয়ার ছেলে আলী মোহাম্মদ ও মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে হাজী রহমানের পরিবারের শিশুদের নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষের লোকজন একে অপরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
আহতরা হলেন—
রেজিয়া আক্তার (৪০), হাজী রহমান (৬০), আজহার (৬০), জিয়া রহমান (৪০), ফজু শেখ (২০), রিয়াদ (৪০), তানজিলা (২৪), নুর মোহাম্মদ (৫০), আলী মোহাম্মদ (৬০), হবু মিয়া (৮০), রাহুল (১৪) ও খালেদা (৩২)। তাদেরকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন,
“ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
