কুড়িগ্রাম জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যুবদলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
কুড়িগ্রাম জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব আহমেদ, সহ সভাপতি মাসুদ রানা বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপু,
কুড়িগ্রাম সদর যুবদলের আহবায়ক আব্দুর রশিদ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক রকি বকসি,পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম শিমুল,সদস্য সচিব রাশিদুল ইসলাম কাজল,সহ প্রমুখ।
সভায় আগামী ২৭ অক্টোবর কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা যুবদল, পৌর যুবদল সদর থানা যুবদল থেকে স্বতঃস্ফূর্তভাবে যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পরবর্তীতে কুড়িগ্রামে যুবদলের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে এমনটি জানানো হয়।
