আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় আশুলিয়া থানা কৃষক দলের নবনির্বাচিত কমিটি ঘোষণা এবংআলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃফাহিম চৌধুরী,আশুলিয়া থানা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে আলোচনা সভা ও আশুলিয়া থানা কৃষক দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
তিনি বলেনঃ- জনগণ তাদের অধিকার চায় অনেক হিসাব-নিকাশ করে বসে আছে। তারা এখন এমন নেতৃত্ব চায়, যেখানে এলাকায় চাঁদাবাজি হবে না, থাকবে না মাদক, সবাই শান্তিতে থাকবে, ফুটপাতে চাঁদাবাজি হবে না
জনগণকে সঙ্গে নিয়ে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে দেশ ও জাতি কথা ভাবতে হবে সাভার ও আশুলিয়ার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে চাই।”
অনুষ্ঠানে আশুলিয়া থানা কৃষক দলের আহ্বায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে করেন
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ মিয়া
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন এবং আশুলিয়া থানা ছাএদল একনিষ্ঠ কর্মী আব্দুল আউয়াল সহ আশুলিয়া থানা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
