আদিতমারীতে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ।

IMG_20251023_212129

প্রদীপ কুমার রায়,ক্রাইম রিপোর্টার লালমনিরহাটঃ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস এলাকায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় দাঙ্গাবাজ ভূমিদস্যুদের বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, ইমান আলীর পুত্র দুলু মিয়া ও জাহিদুল ইসলাম, হাসমত আলীর পুত্র আব্দুর রহমান, মৃত আজিমুদ্দিনের পুত্র নুরুজ্জামান ও নুরুন্নবীসহ ফালু মিয়া গং লাঠিসোটা নিয়ে হামলা চালায় প্রতিবেশী জমির মালিক অটো রিকশাচালক মৃত ইদ্রিস আলীর পুত্র নুরুন্নবী গংদের উপর। তারা পূর্বে বিক্রয়কৃত ৩০ শতাংশ জমি পুনরায় দখল করার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সচেতন মহল জানায়, তালুক হরিদাস মৌজার বি.আর.এস ৮৯/১ নং খতিয়ানের ৯৩ দাগে ১৮.০৫ শতক এবং ৯৪ দাগে ১১.০৫ শতক জমি ১৯৮৩ সালের ২৩ মে তারিখে ১০৩৮৮ নং দলিলের মাধ্যমে মৃত ইদ্রিস আলী ক্রয় করেন। যদিও জমির খতিয়ান আজিমুদ্দিনের নামে ছিল,পরবর্তীতে আদালতের নির্দেশে ভূমি রেকর্ড সংশোধন করে ইদ্রিস আলীর ওয়ারিশদের নামে অন্তর্ভুক্ত করা হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন এবং জমি তাদের দখলে রয়েছে। তবুও অভিযুক্তরা প্রায়ই মোটরসাইকেল বা অটোরিকশা আটকিয়ে হয়রানি করে ও এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।