শ্যামনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

IMG-20251022-WA0029

হাবিবুল্লাহ বাহার, স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় নূরনগর অগ্রণী ব্যাংক সংলগ্ন গাজী সামছুর রহমান কমপ্লেক্সে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শ্যমনগর উপজেলা যুবদলের আহবায়ক জনাব শেখ নাজমুল হক এবং প্রধান বক্তা ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মোঃ আনোয়ারুল ইসলাম আঙ্গুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মজনু ইলাহী,যুগ্ম আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোল,নূরনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম শাহনেওয়াজ (রাজু), সাধারণ সম্পাদক অধ্যাপক মোরশেদ আলম
নূরনগর ইউনিয়ন সার্চ কমিটি ও বিএনপি’র অন্যতম নেতা মোবারক হোসেন মন্টু, বিএনপি নেতা গোলাম শাহ-আলম(রাজ)সহ নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন নূরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক জনাব জি.এম. গোলাম মাহমুদ (রাজু)। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব মোঃ রেজাউল করিম (রেজা)।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এডভোকেট শফিকুল আজম,শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সরদার আল-আমিন,শ্যামনগর সদর যুব নেতা হাবিবুল্লাহ বেলালী,উপজেলা যুবদল সদস্য মোঃ মোশারফ হোসেন,ইউনিয়ন কৃষক দলের সভাপতি নেওয়াজ সদ্দার,যুবদলের যুগ্ম আহবায়ক এস.এম. সোহাগ হোসেন,নূরনগর ইউনিয়ন মৎস্যদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সরদার,যুব নেতা আলমগীর হোসেন,যুবনেতা আশরাফ হোসেন, সদস্য সাদিকুর সরদার, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন (ছোট),ছাত্রনেতা ইমরান হোসেনসহ নূরনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যুবদল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রভাগের সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে যুবদল সব সময় মাঠে থাকবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যাতে দেশ, দল ও নেতাদের কল্যাণ কামনা করা হয়।