শহীদ আহাসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কমিশনার জাহিদ হাসানের ২ ইসিজি মেশিন ও ৩ টি অক্সিজেন মেশিন প্রদান করেন

IMG-20251022-WA0008

তারেক রহমান ফয়সাল,গাজীপুর মহানগর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর টঙ্গী শহিদ আহসান উল্লাহ উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ২টি ইসিজি মেশিন ও ৩টি অক্সিজেন পালস মেশিন প্রদান করেছে গাজীপুর মহানগর পুলিশ। ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর উপলক্ষে আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডা.খাইরুল কবির রাজিব। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন আহমেদ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সিনিয়র জোনাল ম্যানেজার মনসুর হেলাল, হাসপাতালে সহকারী পরিচালক ডা. ফারহানা আহমেদ, টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, ছাত্র প্রতিনিধি আকাশ ঘোষ, সাইফুল ইসলাম আকাশ, হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল হাসান বলেন, মানুষের নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবতার সেবায় কাজ করছে পুলিশ। চিকিৎসা সরঞ্জাম গুলো হাসপাতালে আগত রোগীদের সেবায় কাজে লাগবে, রোগীরা আরো উন্নত সেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।