ময়মনসিংহ মর্গে মৃত তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডোম গ্রেফতার।

IMG-20251022-WA0041

মাহাবুল ইসলাম পরাগ,ময়মনসিংহ প্রতিনিধিঃ


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা একটি মৃত তরুণীর দেহ ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২১ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ নামের এক ডোমকে (মৃতদেহ রক্ষণাবেক্ষণ কর্মী) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাতে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়। অভিযোগ ওঠে, মর্গের দায়িত্বে থাকা ডোম আবু সাঈদ রাতের কোনো এক সময় মৃতদেহটিকে ধর্ষণ করে। পরদিন (২২ অক্টোবর) ময়নাতদন্তের সময় কর্তব্যরত চিকিৎসক মৃতদেহটিতে ধর্ষণের আলামত দেখতে পান। জানা যায়, ওই তরুণীর মৃত্যুর কয়েক ঘণ্টা পরই তাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুতর হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কোতোয়ালী মডেল থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ডোম আবু সাঈদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এমন অমানবিক ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।