বন‍্যপ্রাণীর হামলায় নিহত যুবদল নেতার পরিবারের পাশে বিএনপি নেতা শেখ তৈয়বুর রহমান।

IMG-20251022-WA0035

ফাহিম ইসলাম,খুলনা বিশেষ প্রতিনিধিঃ

সুন্দরবনের কুমিরের হামলায় নিহত যুবদল নেতা সুব্রত মণ্ডল গোঁসাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাকোপ-বটিয়াঘাটা সাংগঠনিক টিমের প্রধান শেখ তৈয়বুর রহমান।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকালে দাকোপ উপজেলার ৯ নম্বর বানিশান্তা ইউনিয়নের সুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তিনি পরিবারটির খোঁজখবর নেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

শেখ তৈয়বুর রহমান নিহত যুবদল নেতার গর্ভবতী স্ত্রীর বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সার্বিক চিকিৎসা ও প্রয়োজনীয় খরচের দায়িত্ব নেওয়ারও ঘোষণা দেন। তিনি বলেন, “সুব্রত মণ্ডল ছিলেন দলের নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর আত্মত্যাগ দল ও দেশ কখনো ভোলবে না। দল তাঁর পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির রুবেল, চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শাকিল আহমেদ দিলু, সাবেক সদস্য সচিব আল আমিন সানা, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম ফয়সাল হোসেন, দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম শামীম হোসেন, সদস্য সচিব শাহাবুদ্দিন গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিহত সুব্রত মণ্ডল গোঁসাই গত ৩০ সেপ্টেম্বর সুন্দরবনে মাছ ধরতে গিয়ে হিংস্র কুমিরের আক্রমণে প্রাণ হারান।