বগুড়ার শাজাহানপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী,বগুড়া জেলা প্রতিনিধি:
“মানসম্মত হেলমেট ও
নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতিতে যানবাহন চালালে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশে রোধ করা সম্ভব।