গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির মতবিনিময়।

নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম সেবা’ সাথে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ ২২ অক্টোবর ২০২৫ ইং বিকেল সাড়ে ৪ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী মহাসচিব ও গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সংগঠনের প্রায় ২০ জন সাংবাদিক এতে উপস্থিত ছিলেন।
জানা যায়, সদা হাস্যোজ্জ্বল, সদালাপী বিনয়ী, পরিশ্রমী ও জুনিয়র অন্তপ্রান নির্বিক একজন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি ২০ তম ব্যাচের একজন অফিসার হয়েও দীর্ঘ ১৮ বৎসর একই পদে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব করেছেন।
তিনি গাজীপুর মহানগর পুলিশের নতুন দায়িত্ব পাওয়ার পর গাজীপুরবাসী অনেকটা আলোর মুখ দেখতে শুরু করেছেন। তাঁর গতিশীল নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাঝে ইতোমধ্যে অনেক পরিবর্তন এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে, তীব্র যানজট সমস্যা নাকাল গাজীপুরবাসীকে তিনি দায়িত্ব গ্রহণের পর বিশেষ করে মহাসড়কে যানজটমুক্ত রাখতে রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
মতবিনিময় সভায়, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ মহানগরীর পুলিশ প্রশাসনের জনবল সবচেয়ে কম এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উত্তরে ভারপ্রাপ্ত কমিশনার বলেন, একথা সত্য যে গাজীপুর মহানগরীর প্রশাসনিক জনবল তুলনামূলক ভাবে অনেক কম। তার জন্য উধ্বর্তন কতৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। আমি আশাকরি, আনুপাতিক হারে জনবল বৃদ্ধি হলে গাজীপুর মহানগরীর অপরাধের মাত্রা কমিয়ে জিরো টলারেন্স করা সম্ভব। এছাড়াও বিভিন্ন অপরাধের বিষয়ে আলোচনা করা হয়। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি দায়িত্বে যতক্ষণ আছি সর্বোপরি চেষ্টা করবো, অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের। বিশেষ করে মাদকের ভয়াল থাবা থেকে এই মহানগরীর মানুষ কে মুক্ত করতে চাই।
এসময় জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির মোঃ ফিরোজ মিয়া, মোঃ হারিছুর রহমান সিবলু, মোঃ হযরত আলী রানা, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোসাঃ পান্না আক্তার, মোসাঃ রোকসানা কাজল, মোঃ আব্দুল বারী, কাজী সাকিল, মোঃ তারেক রহমান ফয়সাল, মোঃ গিয়াস উদ্দিন আহমেদ ও মাইনুল ইসলাম ইমন প্রমুখ।