নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৯ বোতল ভারতীয় মদ আটক।

সারোয়ার পারভেজ বাবু,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মারফত জানান ২১অক্টোবর ২০২৫ মঙ্গলবার বিকাল০৪:০৫ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা (৩১বিজিবি) এর অধিনস্থ পাঁচগাঁও বিওপির ০৪ সদস্যের একটি বিশেষ টহল দল কতৃক বিওপির দায়িত্ব পৃর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮৫/৫-এস হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৮নং রংছাতি ইউনিয়ন এর পাঁচগাঁও নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এমসি ডুয়েলস -৬৯ বোতল মদ আটক করে।
আটককৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।