বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি এমপিওভুক্ত শিক্ষকদের

IMG-20251021-WA0001

নিজস্ব প্রতিবেদকঃ

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে মাথায় কালো কাপড় বেঁধে অবস্থান ও মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তারা। পাশাপাশি জেলা ও উপজেলা সদরেও একযোগে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।

এর আগে সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় শিক্ষক নেতারা জানান— সরকার বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন না।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি নিয়ে রাস্তায় আছি, এবার প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবেই।”গত রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের কর্মসূচি হিসেবে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ পুলিশি বাধার মুখে পড়ে। পরে শিক্ষক নেতারা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে তারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি শুরু করবেন।

এদিন সকালে অর্থ বিভাগ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের বাড়ি ভাড়ায় মাত্র ৫ শতাংশ বৃদ্ধিতে সম্মতি জানালেও তা প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। তারা বলেন— ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।