বগুড়ার শাজাহানপুরে ভূমি অফিস নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন করেন।

মোঃ হোসেন আলী,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ভূমি অফিসে নতুন ভবন নির্মাণ ও স্থানান্তরকে কেন্দ্র করে এলাকায় পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নগরহাট বাজার এলাকায় আমরুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন জমিতে ভূমি অফিস স্থাপন ও স্থানান্তর বাতিলের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন।
এর আগে গত ১৯ আগস্ট ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মানববন্ধন করে স্থানীয়রা। পরে ১৫ অক্টোবর ইউনিয়নের ডেমাজানি বলিহার রাজার কাচারী বাড়ি এলাকায় ভূমি অফিস স্থাপনের দাবিতে ডেমাজানী অঞ্চলের বাসিন্দারা মানববন্ধন করেন।
মানববন্ধনে উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমির উদ্দিনের সভাপতিত্ব সাবেক ছাত্রনেতা রিয়াজুল ইসলাম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরুল ইউপি সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, ঠিকাদার ও শিল্পপতি আমিনুল ইসলাম জোয়ারদার, ব্যবসায়ী বাদশা সরকার, মাওলানা লুতফুর রহমান, সাজেদুল হক ও মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইউনিয়নবাসীর মতামতের ভিত্তিতে ভূমি অফিস স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে। দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।