নেত্রকোনা ০২ আসনের মনোনয়ন প্রত‍্যাশী আরিফা জেসমিনের নেতৃত্বে ৩১ দফা লিফলেট বিতরণ।

IMG-20251021-WA0023

সারোয়ার পারভেজ বাবু,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

আজ ২১শে অক্টোবর মঙ্গলবার নেত্রকোনা ০২ আসনের মনোনয়ন প্রত‍্যাশি আরিফা জেসমিনের নেতৃত্বে সন্ধ্যায় নেত্রকোনা পৌর শহরে শহীদ মিনারের মোড় হতে আরামবাগ ছোট বাজার মাছ বাজার তেরি বাজার আখড়ার মোড় সহ বড় বাজার শহরের প্রধান সড়কে দুই পাশে থাকা বিভিন্ন দোকানে সাধারণ পথছাড়ি শ্রমিক কেটে খাওয়া মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা রাষ্টকাঠামো মেরামতের বাস্তবায়নের লিফলেট সহ তারেক রহমানের স্বপ্ন নতুন বাংলাদেশ নির্মাণের বিষয় বস্তুু তুলে ধরা হয়।
আরিফা জেসমিনের নেতৃত্বে লিফলেট বিতরণ কালে অপস্তিত থেকে প্রচারণায়

৩১ দফার লিফলেট বিতরন করেন, নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট রাকিব আল মান্নান
সাংগঠনিক সম্পাদক
মাইনুল ইসলাম মোহন,
যুবদল নেতা
হাসান আরাফাত সাদী
ছাত্র নেতা টিটু, রমজান, শান্ত,মাহি, সাজিব, হিমেল, মুনির সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।