নাটোরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১, ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা, বাকি দুই অভিযুক্ত পলাতক।

IMG-20251021-WA0022

মোঃ নাহিদ ইসলাম,নাটোর জেলা ক্রাইম রিপোর্টারঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাশোবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মূল অভিযুক্ত মনিরুল গ্রেপ্তার

গ্রেপ্তার মনিরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সম্প্রতি মনিরুল ইসলামের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার রাতে বেড়াতে যাওয়ার কথা বলে মনিরুল ওই কিশোরীকে কাশোবাড়িয়া গ্রামে নিয়ে যায়। সেখানে মনিরুলসহ সেলিম ও হাবিব নামের আরও দুইজন মিলে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের বক্তব্যঃ

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান,
“ঘটনার পরপরই মামলা দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্য দুই অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।”

 প্রাসঙ্গিক তথ্যঃ

স্থানীয়দের দাবি, এলাকায় ওই চক্রের আরও কয়েকজন তরুণ এর আগেও একই ধরনের অপরাধে জড়িত ছিল। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে পুরো ঘটনা উদঘাটন করা হবে।