ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কবরস্থান রক্ষার দাবিতে পথসভা

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় কবরস্থান রক্ষার দাবিতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা সংলগ্ন দোমোরকি ঘনিমহেশপুরের নাডোবা কবরস্থান ভূমিদস্যুদের দখলের চেষ্টা থেকে রক্ষার দাবি জানিয়ে এ সভার আয়োজন করা হয়। সোমবার (২০ অক্টোবর) বিকেলে রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থান প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নাডোবা কবরস্থান কমিটির সভাপতি মো. খাদেমুল ইসলাম খাদু। সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান আলী, সহ-সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, মো. মজিবর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেন, প্রচার সম্পাদক মো. ফারুক, কোষাধ্যক্ষ মো. হামিদুর রহমান হান্নান এবং সদস্য মো. রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, রুহিয়া সালেহিয়া দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুজাহারুল ইসলাম, তার ভাই মহিউল ইসলামসহ একটি চক্র ভূয়া দলিলের মাধ্যমে মুসলিমদের পবিত্র কবরস্থান দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও তারা নিরীহ ৩০ জন মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেছে বলেও অভিযোগ করেন। বক্তারা বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাই ভূমিদস্যুদের কবল থেকে কবরস্থান রক্ষা করুন এবং নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা এসপি অফিসে গিয়ে সরাসরি অভিযোগ করতে বাধ্য হব এবং আরো কঠিন ও কঠোর ভুমিকা পালনে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধা সকলেই মাঠে নামবো। তারা আরও বলেন, কবরস্থানের মতো পবিত্র জায়গা দখলের অপচেষ্টা শুধু আইন বিরুদ্ধই নয়, এটি ধর্মীয় অনুভূতিতেও আঘাত হানে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।