কেন্দুয়া’র রফিকুল ইসলাম ০১ পেইজ এ ২ মিলিয়ন ফলোয়ার উপলক্ষে সেলিব্রেশন

IMG-20251021-WA0011

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃতি সন্তান রফিকুল ইসলাম ০১পেইজ এ ২ মিলিয়ন ফলোয়ার
উপলক্ষে সেলিব্রেশন দেওয়া হয়েছে।

গতকাল ২০ অক্টোবর সোমবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পৌর শহরে চিরাং মোড় এলাকায় বিভিন্ন মহলের বন্ধুবান্ধবের উপস্থিতিতে আনন্দ উপভোগের মাধ্যমে একটি প্রাইভেট অফিস কক্ষে এ সেলিব্রেশন দেওয়া হয়।
জানা যায়- রফিকুল ইসলাম রফিক কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়নের কাশীপুর গ্রামে এক সাধারণ পরিবারে জন্ম গ্রহন করেন।
তিনি ছোট বেলা থেকে নাচ, গান, কৌতুক, গ্রামের কিচ্ছা শুনতে পছন্দ করতেন। সেই পছন্দ অনুসরণ করে নিজে স্কুলে বা বিভিন্ন মহলে গিয়ে গাইতে চেষ্টা করতেন।
স্কুল ও কলেজ জীবন শেষ করার পর সরকারি কোন চাকরি না পেয়ে দেশ বিদেশে নাটক, অভিনয় করতে শুরু করে।
২০০৪ এর পর তার নিজের নাম Rafiqul Islam 01 ফেইসবুক আইডি চালিয়ে নিজেই ফান ভিডিও করতে চেষ্টা করেন। তার জিয়া ভাই, সুজন, রাসেল, টিটুকে সংগে নিয়ে একটু ভালো অবস্থায় আসে। সেই ভালো হতে হতে আজ অনেক ভালো কিছু আশা করছেন রফিকুল ইসলাম রফিক।

এসময় উপস্থিত ছিলেন- আলম নানা, রাসেল, টিটু, ফরিদ, আক্কাস, আকাশ আহমেদ, ইয়াসিন, জুনিয়র চান্দা ভাই, মল্লিক, হিরা, জনি, বাবুল, বিজয়, তালুকদার সাব, নয়ন, শাহিন, রুমান, আবদুল খাইয়ুম ও উজ্জ্বল কবির তাড়াইল কিশোরগঞ্জ।
এই উপলক্ষে- রফিকুল ইসলাম রফিক ব’লেন- আমি আমার যোগ্যতা ও মানুষের সহযোগিতা এবং আল্লাহর অশেষ দোয়ায় এই পর্যায় আসতে পেরেছি। ভবিষ্যতের জন্য দে-শ ও জাতির প্রত্যাশা আশা করি। আল্লাহ আমার সহায় হোন।