কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযান, ২২ হাজার টাকা জরিমানা

IMG_20251021_210931

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়ায় মেবাইল কোর্ট অভিযানে মোট ৬ টি ফার্মেসীতে অভিযান, ৩ টি ফার্মেসীকে ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২১ অক্টোবর মঙ্গলবার দুপরে নেত্রকোণা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আরিফুল ইসলাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব দেন এবং তাঁর সঙ্গে ছিলেন কেন্দুয়া থানা পুলিশ ও তার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

জানা যায়- মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি প্রভৃতি অপরাধে কেন্দুয়া পৌর শহরের থানা সংলগ্ন বদরু ফার্মেসিকে (দশ হাজার) ১০,০০০টাকা, দত্ত মেডিকেল হলকে (পাঁচ হাজার) ৫,০০০টাকা ও আনোয়ার মেডিকেল হলকে (সাত হাজার) ৭,০০০টাকা অর্থদন্ড আরোপ করা হয়। এছাড়াও বাজারে মূল্য তালিকা প্রদর্শন, হোটেল ও মিষ্টির দোকানে পরিচ্ছন্নতা,মিষ্টির প্যাকেটের ওজন প্রভৃতি মনিটরিং করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সচেতন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার উপজেলা মিডিয়া সেলে এক বিবৃতিতে জানান, আজ কেন্দুয়া উপজেলার সদর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কেন্দুয়া উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ৬ টি ফার্মেসী (অভিযান) পরিদর্শন করা হয়। তন্মধ্যে ৩ টি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি প্রভৃতি অপরাধে মোট (বাইশ) ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে।